• মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত

/ ১৫৫
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনু বেগমের স্বামী নুরুল আমিন বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌড়িপুর উপজেলার নালবাংগা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল আজিজ। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া থাকেন। সে নিজে দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিণী ছিল।

তিনি আরো জানান, তাদের ছেলে জিহাদ (২৫) কিছুই করেনা। মাঝে মধ্যে টাকার জন্য তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনু বেগমের চিৎকারে ঘুম ভাঙ্গে। দেখতে পাই জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই নারীর ছেলে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের অন্যান্য সংবাদ